জীবননগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর তিন ঘটিকায় জামায়াতে উদ্যোগে শহরের জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসম বক্তারা জানান, ২৪শের জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়তে ইসলামী জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
আর এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান , সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারি সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, উপজে বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো কামাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, হাসাদাহ ইউনিয়ন আমির মো আখতারুজ্জামান, সীমান্ত ইউনিয়ন আমির মো আব্দুল ওয়াহেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির মো আব্দুর রহমান মাষ্টার, বাকা ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান, উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম , যুব জামায়াতের সভাপতি মাজিদুর রহমান লিটন , প্রেসক্লাব সেক্রেটারি নূর আলম , জীবননগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল পারভেজ সহ আরো স্থানীয় অনেক দায়িত্বশীল বৃন্দ।