জীবননগরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকানিকে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

- আপডেট সময় : ১০:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচামাল বাজারে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন দোকান মালিককে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে তিন বান করে টিন এবং নগদ ৯ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন:
১. আলমগীর হোসেন শাহিন স্টোর
২. ইমন ইমন মুদি স্টোর
৩. সাইফুর ইসলাম ফারুক স্টোর
৪. সাকলাইন আকাশ মুদি স্টোর
৫. মেহেদী হাসান রানা টি স্টোর
৬. সাইফুল ইসলাম সাহেব টি স্টোর
সহায়তা প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনজন কুন্ডু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির মরল।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা সবসময় জনগণের পাশে আছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।