*জীবননগরে আগুনে পুড়ল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব, দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি*

- আপডেট সময় : ০৩:৩৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

*জীবননগরে আগুনে পুড়ল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব, দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
জীবননগরে আগুনে পুড়ল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব, দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২ মার্চ) রাত ১১টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিভে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খালিদ হুসাইন বলেন, রাত ১১টা ৩২ মিনিটে খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি ধোয়া বের হচ্ছে। পরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে পরিদর্শন করি।তিনি আরও বলেন, ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।