জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদরাসা ছাত্রদলের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

- আপডেট সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদরাসা ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রহণ করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ, যা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ছাত্রদলের সভাপতি (পদপ্রার্থী) নোমান-এর নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য তৌফিকুজ্জামান (শ্রাবণ)-এর প্রত্যক্ষ উপস্থিতিতে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে, পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ (কলম, স্কেল, পেন্সিল, রাবার ইত্যাদি) বিনামূল্যে সরবরাহ করা হয়। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে না পড়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।
শুধু তাই নয়, পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের জন্যও ছাত্রদল আয়োজন করে আলাদা ও সুশৃঙ্খল বসার ব্যবস্থা, যাতে তারা অপেক্ষার সময়টি স্বস্তিতে কাটাতে পারেন। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ছাত্রদল পালন করে বিশেষ ভূমিকা। শিক্ষার্থীদের মোবাইল ফোন আলাদাভাবে ছাত্রদলের তত্ত্বাবধানে সংরক্ষণের ব্যবস্থাও করা হয়, যা পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়েছে।
জেলা ছাত্রদলের নেতা নিও শরব সেবন আহম্মেদ জানান, “আমরা চেয়েছি ছাত্রদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে। শিক্ষার্থীরা যেন চিন্তামুক্তভাবে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটিই ছিল আমাদের মূল উদ্দেশ্য।”
এই মানবিক কর্মসূচি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং ছাত্র রাজনীতিকে মানবিকতার নতুন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে।