জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল রিক্সা ভাড ৪০ টাকা

- আপডেট সময় : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী তে এতো সাংবাদিক কিন্তু কখনো দেখতে পেলাম না কোন সাংবাদিক এর নজরে পড়েছে সোনাগাজী পৌরসভার রিক্সা ভাড়ার মন খুশী মতো নিচেছ এ নিয়ে কোন রিপোর্ট করতে। সোনাগাজী জিরো পয়েন্ট থেকে সোনাগাজী হাসপাতাল ৪০ টাকা ভাড়া। জিরো পয়েন্ট থেকে পশ্চিম বাজার ৩০ /৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে তাকিয়া রোড় ৩০/৪০ টাকা
জিরো পয়েন্ট থেকে কলেজের মোড় ৩০ টাকা
মাএ ৮০০মিটার থেকে ১ কিলো মিটারের ভাড়া যদি ৩০ থেকে ৪০ টাকা হয়।
নিরিহ বা সুবিদা বঞ্চিত বয়স্ক দের চলাচলে কত টা সমস্যা।
আমার দেখা এক রুগী হাসপাতালে আসছে কলেজ রোড় থেকে ৫০ টাকা ভাড়া নিতে মহিলা টা অনেক রিকুয়েষ্ট করে ও ৪০ টাকা রাজি করাতে পারে নাই।
আমার দু:খ হলো একে ত অটোরিকশা তার মাঝে মানুষের চেয়ে রিক্সার ভিড় বেশী তবুও কেনো ভাড়া মন খুশী মতো হবে।
৪০/ ৫০ টাকা দিয়ে ফেনী যাওয়া যায় অথচ ১ কিলোমিটার অটোতে ৪০/ ৫০ টাকা ভাড়া দিতে হয়। বর্তমানে সোনাগাজী বাজারের রাস্তা গুলো নতুন করে মেরামত করেছে।
কোন ভাংগ্গা রাস্তা নেই বল্লে চলে তবুও ভাড়া টা বেশী।
আরও কথা আছে বাজারে বয়স্ক কেউ বা মহিলা চাউল গ্যাস নিলে আটো ড়্রাইভার এ মাল নিজে দরে তুলবে না মনে হয় আটো ড্রাইভার যাএী আর মাল যার সে লেবার।
আজব দুনিয়ার দিকে যাচ্ছি আমরা।
দ্রুত তম সময়ের মধ্যে সোনাগাজী পৌরসভা এরিয়াতে অটো ভাড়া নির্ধারণ কার হোক। যাতে করে যাএী দের ভোগানন্তি কম হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তার মহোদয় আপনাদের এ বিষয়ে নজরে আনা দরকার মনে করে সোনাগাজী উপজেলা জনগণ।