ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে ধর্ষন চেষ্টা মামলার আসামি গৌরপদ মন্ডলকে ঢাকা থেকে গ্রেফতার কৃষিগুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় বাকৃবির বিশেষ বাস সার্ভিস এলাকার প্রভাবশালী নেতার কারণে বলি হতে যাচ্ছে নবদম্পতির নতুন জীবন মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলন বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল  সাতক্ষীরায় এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, আদালতের নির্দেশে সদর থানায় মামলা জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-০১জন চাঞ্চল্যকর অপহরণ পলাতক আসামী গ্রেফতার: ভিকটিম উদ্ধার রাণীশংকৈলে বৈরী আবহাওয়ার কারণে শাপলা রানীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়ায় পরীক্ষা দেওয়া হলো না ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮’শত কৃষক জাতীয়তাবাদী তরুণদল রংপুর বিভাগীয় পূর্ব কমিটি বিলুপ্তি ও নতুন কমিটির অনুমোদন

জিনিসপত্রের দাম বাড়ছে সুযোগ সন্ধানী কিছু লোকের-বানিজ্য প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

দৈনিক বাংলাদেশের চিত্রের প্রতিদিন:-

পণ্যের সরবরাহ ঠিক থাকা স্বত্ত্বে কিছু সুযোগ সন্ধানী লোকের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সে লক্ষ্যে রোজার ঈদের আগে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছে, সেভাবে মনিটরিং করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যাতে ভোক্তারা কোনো অসুবিধায় না পড়েন, ন্যায্যমূল্যে জিনিসপত্র পান। এটা আমাদের কাজের জন্য সহায়ক হয়েছে, কাজে গতি পাবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গত সোমবার কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আজ বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মনিটরিং আবার সচল করব। যাতে ঈদকে সামনে রেখে বাজার থেকে কেউ সুযোগ-সুবিধা নিতে না পারেন। এটা নিয়মিত মনিটরিং, একটা স্বাভাবিক গতিতে এ কার্যক্রম চলে। রমজানে ও ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা থাকে। আমাদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন। তাহলে আমাদের কার্যক্রম জোরদার হবে, দৃশ্যমান হবে।

পণ্যের উর্ধ্বমুখী মূল্যের কারণে মানুষ স্বস্তিতে নেই, নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা সরকার নেবে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদ পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি হবে না। এখন বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পণ্যের চাহিদা ও জোগান এবং পণ্যের মূল্য যাতে নির্দেশক মূল্যের কাছাকাছি থাকে, সেটি রাখার চেষ্টা থাকে। তবে আমরা তো ন্যায্যমূল্যের দোকান খুলিনি, এটা তো মুক্তবাজার অর্থনীতি।

বাজার মনিটরিংয়ের অবহেলা থেকে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানের আগে-পরে আমরা বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল। বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়, সেদিকে লক্ষ্য ছিল।

ভোজ্যতেল প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়লেও কুরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয়ন করা হবে না। আশা করছি, উৎপাদনকারী ও আমদানিকারকরা সে সময় পর্যন্ত মূল্য বাড়াবেন না।

ডলারের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়ে ভোক্তাদের ওপর চাপ পড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, ডলারের সমন্বয় ১০-১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সেই ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারকরা তখনই অভিযোগ করছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি নির্দিষ্ট রেটে ডলার পাচ্ছিলেন না, তখন ১২০-১২২ টাকায় ডলার কিনে নিষ্পত্তি করেছেন।

ঈদের পর দুঃসংবাদ অপেক্ষা করছে কি? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী টিটু বলেন, ভোজ্যতেল একটি আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

জিনিসপত্রের দাম বাড়ছে সুযোগ সন্ধানী কিছু লোকের-বানিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

দৈনিক বাংলাদেশের চিত্রের প্রতিদিন:-

পণ্যের সরবরাহ ঠিক থাকা স্বত্ত্বে কিছু সুযোগ সন্ধানী লোকের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সে লক্ষ্যে রোজার ঈদের আগে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছে, সেভাবে মনিটরিং করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যাতে ভোক্তারা কোনো অসুবিধায় না পড়েন, ন্যায্যমূল্যে জিনিসপত্র পান। এটা আমাদের কাজের জন্য সহায়ক হয়েছে, কাজে গতি পাবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গত সোমবার কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আজ বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মনিটরিং আবার সচল করব। যাতে ঈদকে সামনে রেখে বাজার থেকে কেউ সুযোগ-সুবিধা নিতে না পারেন। এটা নিয়মিত মনিটরিং, একটা স্বাভাবিক গতিতে এ কার্যক্রম চলে। রমজানে ও ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা থাকে। আমাদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন। তাহলে আমাদের কার্যক্রম জোরদার হবে, দৃশ্যমান হবে।

পণ্যের উর্ধ্বমুখী মূল্যের কারণে মানুষ স্বস্তিতে নেই, নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা সরকার নেবে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদ পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি হবে না। এখন বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পণ্যের চাহিদা ও জোগান এবং পণ্যের মূল্য যাতে নির্দেশক মূল্যের কাছাকাছি থাকে, সেটি রাখার চেষ্টা থাকে। তবে আমরা তো ন্যায্যমূল্যের দোকান খুলিনি, এটা তো মুক্তবাজার অর্থনীতি।

বাজার মনিটরিংয়ের অবহেলা থেকে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানের আগে-পরে আমরা বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল। বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়, সেদিকে লক্ষ্য ছিল।

ভোজ্যতেল প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়লেও কুরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয়ন করা হবে না। আশা করছি, উৎপাদনকারী ও আমদানিকারকরা সে সময় পর্যন্ত মূল্য বাড়াবেন না।

ডলারের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়ে ভোক্তাদের ওপর চাপ পড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, ডলারের সমন্বয় ১০-১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সেই ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারকরা তখনই অভিযোগ করছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি নির্দিষ্ট রেটে ডলার পাচ্ছিলেন না, তখন ১২০-১২২ টাকায় ডলার কিনে নিষ্পত্তি করেছেন।

ঈদের পর দুঃসংবাদ অপেক্ষা করছে কি? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী টিটু বলেন, ভোজ্যতেল একটি আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না।