জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন’র উদ্যোগে বিনামূল্য টাইফয়েড টিকাকার্ড রেজিস্টেশন ক্যাম্পিং

- আপডেট সময় : ১২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী উপজেলার সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টাইফয়েড থেকে শিশুকে সুরক্ষিত রাখতে ৯ মাস থেকে ১৬ বছরের কম বয়সের সকল বাচ্চাদের টাইফয়েডের লক্ষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয় অভিভাকদের মাঝে ১৫০শিশুর বিনামূল্য টাইফয়েড টিকাকার্ড রেজিস্টেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) সকালে সোনাগাজী, মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাকার্ড বিতরণ ও অভিভাবকদের মাঝে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য আলোচনা করা হয়।
জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃএমদাদ হোসেন এর সভাপতিত্বে করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, অফিসির ডাঃতৌহিদুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন, মোঃনূর আলম তৌহিদ সহকারী স্বাস্থ্য পরিদর্শক সোনাগাজী।মো.রেজাউল করিম সাবেক সিনিয়র শিক্ষক আর,এম,হাট,কে উচ্চ বিদ্যালয়।আবু ইউছুফ মিলন কুয়েত প্রবাসী। মোঃওমর ফারুক মিশু কাতার প্রবাসী।
জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন এর মোঃরাকিব হোসেন প্রচার ও প্রকশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর হাসনাত নিলয়,লুতফুর রহমান সৈকত, মিরন, মুনায়েম।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকবর হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
https://shorturl.fm/N2GVM