জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ি জনপদে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর মাঝে জগ লাইট বিতরণ করা হয়েছে

- আপডেট সময় : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি;জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ি জনপদে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর মাঝে জগ লাইট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের ৪০টি পরিবারকে এ লাইট দেওয়া হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য মোতালেব হোসেন, ইউপি সদস্য সুমন মিয়া, বিএনপি নেতা ফারুক মিয়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি হয়েছেন পাহাড়ি জনপদের মানুষ। তারা জানান, জগ লাইট ব্যবহার করে রাতে বন্য হাতির আক্রমণ প্রতিহত করা সহজ হবে এবং ফসলের ক্ষয়ক্ষতি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।