জামালপুরে প্রেমিকের বিয়ের খবরে তৃতীয় লিঙ্গের মুন্নির আত্মহত্যা

- আপডেট সময় : ০৯:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ,জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে প্রেমিকের বিয়ের খবর পেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে তৃতীয় লিঙ্গের মোছা: মুন্নি (২২)।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুন্নি ঐ এলাকার শুক্কুর আলীর সন্তান।
স্থানীয়রা জানান- ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর গ্রামে আফছার আলীর পুত্র আঃ মোমিনের সাথে মুন্নির প্রেমের সম্পর্ক চলছিলো।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মোমিন অন্য মেয়েকে বিয়ে করার খবর পেয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মমিনের বাড়ীতে গিয়ে মুন্নি বিষপান করে।
পরে স্থানীয়রা তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।