জাতি আর আওয়ামী লীগের তথাকথিত অনুতাপের ফাঁদে পড়বে না: হেফাজত

- আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে শাপলা চত্বর ও জুলাই মাসে সংঘটিত গণহত্যার জন্য নিষিদ্ধ ঘোষণা ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা উল্লেখ করে, অতীতে আওয়ামী লীগ অনুশোচনার কথা বললেও পরে তারা আবারও একই ধরনের দমননীতির আশ্রয় নিয়েছে। তাই জাতি আর তাদের কথিত অনুতাপে বিভ্রান্ত হবে না।
শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
বিবৃতিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মী, ছাত্র এবং সাধারণ জনগণকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হচ্ছে।
তারা আরও বলেন, শাপলা চত্বর ও জুলাই মাসে সংঘটিত ঘটনার দ্রুত বিচার এবং ‘জুলাই বিপ্লব’ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে দেশে আবারও স্বৈরশাসনের আশঙ্কা দেখা দিতে পারে। তাদের দাবি, ভারতঘেঁষা রাজনৈতিক আচরণ ও আধিপত্যবাদে বিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে গণতান্ত্রিক শক্তিগুলোকে আবারও দমন করা হতে পারে। দলটির অনেক নেতাকর্মীর মধ্যে আত্মসমালোচনার প্রবণতা নেই, বরং প্রতিশোধপরায়ণ মনোভাব কাজ করে।
তারা বলেন, অতীতেও দলটি অনুতাপের ভাষা ব্যবহার করেছিল, কিন্তু পরে ক্ষমতায় গিয়ে দমন-পীড়নের পথ বেছে নেয়। এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তারা। নতুন প্রজন্ম ও সমগ্র জাতি এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তাই জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দলকে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।