চুয়াডাঙ্গার বোয়ালমারি শ্মশান মাঠে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা বোয়ালমারি শশ্মান মাঠের মাঝামাঝি স্থানে পানবরজের পাশে মেহগনি বাগানের ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয় এক যুবক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে ওই নারী মারা গেছে। অজ্ঞান ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে। তার মুখমন্ডলসহ শরীরের অধিকাংশই পচে গেছে। পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের সন্নিকটে বোয়ালমারি শ্মশানের মাঠে পানবরজে পান ভাঙতে যান বোয়ালমারি মাঝের পাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে রনি। তিনি বরজে ঢোকার আগেই লাশের দুর্গন্ধ পান। খোঁজাখুজির এক পর্যায়ে পান বরজের পাশে মেহগনি বাগানে অজ্ঞাত ওই নারীর অর্ধগতির লাশ দেখতে পান। অর্ধগলিত ওই নারীর পরনে কোনো কাপড়চোপড় ছিলো না। পরনের কাপড়-চোপড় লাশের মাথার কাছে পড়েছিলো। রনি নামে ওই যুবক সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানানোর পাশাপাশি তার বাড়িতে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, সেনাবাহিনীর একটি টিম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, সিআইডিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয়দের অনেকে জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ধর্ষণ শেষে হত্যা করা হতে পারে। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ওই নারীর পরণে কোনো কাপড় ছিলো না। পরনের কাপড় লাশের মাথার কাছে পড়েছিলো। অন্য কোনো স্থানে ধর্ষণ শেষে হত্যা করে তার লাশ ওই মেহগনি বাগানে ফেলে রাখা হতে পারে। তাছাড়া ওই মাঠে অনেকেই কৃষিকাজের জন্য যাতায়াত করে থাকেন। ১০-১২ দিন আগে থেকে ওই লাশ ওখানে থাকলে দুই-একদিনের মধ্যে দুর্গন্ধ বের হওয়ার কথা। আবার ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে এমন কোনো আলামত মেলেনি। সুতরাং ধরে নেয়া যায় তাকে অন্য কোনো স্থানে হত্যা করে তার বিবস্ত্র লাশ মাঠের মধ্যে মেহগনি বাগানে ফেলে রাখা হয়েছে। পুলিশ তদন্ত করলেই সবকিছু পরিস্কার হবে এমটাই দাবি তাদের।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন বলেন, সকালে আমাদের কাছে সংবাদ আসে চুয়াডাঙ্গার বোয়ালমারি শ্মশানঘাট মাঠে পান বরজের পাশে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে আছে। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে। লাশের ময়নাতদন্ত করার পর রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।