ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আসছেন হানিয়া আমির রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’ নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার ১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন সাবেক ভিপি নুর কুতুবদিয়ায় জলদস্যু,মাদক ও সন্ত্রাস দমনে থানা, কোস্ট গার্ড এবং মৎস্য অফিসের যৌথ সচেতনতামূলক সভা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরের বকশীগঞ্জে দশানি নদীতে অভিযান চালিয়ে বিপুল চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির তাপসী রাবেয়া হলে নবীনবরণ উৎসব ঠাকুরগায়ের হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরনে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণে আহত কিশোরকে ঢাকায় নেয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ, নিজস্ব সংবাদদাতা:-চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়ায় যুবলীগ নেতা রাসেলের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তারই খালাতো ভাই সিহাব (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।শুক্রবার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা রাসেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।এদিকে, এ ঘটনার পরই পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম সরকার, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান সহ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এটি বোমা নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটি তাৎক্ষনিকভাবে কেউ বলতে পারেনি।
পুলিশ বলছে, বিশেষজ্ঞ টিম ছাড়া বলা সম্ভব নয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আলামত সংগ্রহ ও পরিক্ষা-নিরিক্ষার পরই বিস্তারিত জানা যাবে।ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন, প্রাথমিক আলামত দেখে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মনে হয়নি। বিশেষজ্ঞ দল পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে বিস্তারিত জানা যাবে।পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিহাব ও তার খালা (রাসেলের মা) বাড়ির দোতলা বাড়ির ছাদের রান্নাঘরে যান। সেখানে টিনের চালে থাকা একটি ব্যাগ বের করার সময়ই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে গুরুতর আহত হয় সিহাব। রান্নাঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় রান্নাঘরের কিছু আসবাবপত্র। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এসে আগুন নেভায়। রাতেই সিহাবকে (১৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে গ্যাস সিলিণ্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।চুয়াডাঙ্গা ফায়ার সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের বলেউ, আমিসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে ফাটল ধরেছে। মূলত গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের উপস্থিতি অনেক বেশি থাকতো, পরিদর্শন করে তা মনে হয়নি। আগুনের উপস্থিতি অনেক কম মনে হয়েছে। এছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিলিন্ডারের পাইপ, রেগুলেটর ও চুলা ক্ষতিগ্রস্থ হবে। তবে যেগুলো অক্ষত রয়েছে।। তবে এখনি কোন মন্তব্য করা যাবেনা। সিআইডি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষা করবেন। এরপরই বিস্তারিত জানা যাবে।পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) সাংবাদিকদের বলেন, পরিবারের ভাষ্য গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ হয়েছে। আমিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু আমরা বিশেষজ্ঞ নয় তাই সিআইডি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষার পর বিস্তারিত বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণে আহত কিশোরকে ঢাকায় নেয়া হয়েছে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে বিস্ফোরণে আহত কিশোরকে ঢাকায় নেয়া হয়েছে

আপডেট সময় : ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

মোঃ আসাদুজ্জামান আসাদ, নিজস্ব সংবাদদাতা:-চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়ায় যুবলীগ নেতা রাসেলের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তারই খালাতো ভাই সিহাব (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।শুক্রবার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা রাসেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।এদিকে, এ ঘটনার পরই পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম সরকার, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান সহ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এটি বোমা নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটি তাৎক্ষনিকভাবে কেউ বলতে পারেনি।
পুলিশ বলছে, বিশেষজ্ঞ টিম ছাড়া বলা সম্ভব নয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আলামত সংগ্রহ ও পরিক্ষা-নিরিক্ষার পরই বিস্তারিত জানা যাবে।ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন, প্রাথমিক আলামত দেখে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মনে হয়নি। বিশেষজ্ঞ দল পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে বিস্তারিত জানা যাবে।পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিহাব ও তার খালা (রাসেলের মা) বাড়ির দোতলা বাড়ির ছাদের রান্নাঘরে যান। সেখানে টিনের চালে থাকা একটি ব্যাগ বের করার সময়ই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে গুরুতর আহত হয় সিহাব। রান্নাঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় রান্নাঘরের কিছু আসবাবপত্র। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এসে আগুন নেভায়। রাতেই সিহাবকে (১৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে গ্যাস সিলিণ্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।চুয়াডাঙ্গা ফায়ার সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের বলেউ, আমিসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে ফাটল ধরেছে। মূলত গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের উপস্থিতি অনেক বেশি থাকতো, পরিদর্শন করে তা মনে হয়নি। আগুনের উপস্থিতি অনেক কম মনে হয়েছে। এছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিলিন্ডারের পাইপ, রেগুলেটর ও চুলা ক্ষতিগ্রস্থ হবে। তবে যেগুলো অক্ষত রয়েছে।। তবে এখনি কোন মন্তব্য করা যাবেনা। সিআইডি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষা করবেন। এরপরই বিস্তারিত জানা যাবে।পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) সাংবাদিকদের বলেন, পরিবারের ভাষ্য গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ হয়েছে। আমিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু আমরা বিশেষজ্ঞ নয় তাই সিআইডি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষার পর বিস্তারিত বলতে পারবে।