ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা হরিপুরে সরাসরি গোখরা সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:-চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শণে এসে একথা বলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক( আল আমিন) ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ কর্মী মীর মারুফ (২০) ছাত্রলীগ কর্মী আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ কর্মী মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন (৫৪)। শিবালয় উপজেলার-শিবালয় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (৪৮) ও যুবলীগ কর্মী সঞ্জীব ঘোষ (৪০)।গ্রেফতার কৃত সকলকেই আদালত কারাগারে প্রদান করেছেন।
অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমরা দায়িত্ববোধ থেকে ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছি। শিল্পী এবং তাঁর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে বিচারের মখোমুখী করা হবে।
এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ভাস্করশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘরটি পুননির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সকালে ওই বাড়িতে গিয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলমান তদন্তকাজ শেষ হলে শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুননির্মান করা হবে।
এদিকে শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে এটা অনেক বড় ধরণের ক্ষতি। আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে-এটা যেমন সত্যি, তেমনি আমার শিল্পসত্ত্বা চরমভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতন ভাবে শিল্প চর্চ্চা করতে পারবো কি না।
তিনি আরও বলেন, এই ঘটনাকে নিয়ে যাতে রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে যাতে প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্থ না হই।
উল্লেখ্য, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিফ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসুবকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য গত মঙ্গলবার মানবেন্দ্র ঘোষ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ওইদিন (মঙ্গলবার) দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদি হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে সদর থানায় মামলা করেন।
ভাস্কর মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শেখ হাসিনার মোটিফ তৈরি করেননি। তিনি একটি বাঘের ভাস্কর্য (মোটিফ) তৈরি করেছিলেন যা আনন্দ শোভাযাত্রায় ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৮

আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:-চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শণে এসে একথা বলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক( আল আমিন) ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ কর্মী মীর মারুফ (২০) ছাত্রলীগ কর্মী আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ কর্মী মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন (৫৪)। শিবালয় উপজেলার-শিবালয় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (৪৮) ও যুবলীগ কর্মী সঞ্জীব ঘোষ (৪০)।গ্রেফতার কৃত সকলকেই আদালত কারাগারে প্রদান করেছেন।
অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমরা দায়িত্ববোধ থেকে ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছি। শিল্পী এবং তাঁর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে বিচারের মখোমুখী করা হবে।
এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ভাস্করশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘরটি পুননির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সকালে ওই বাড়িতে গিয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলমান তদন্তকাজ শেষ হলে শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুননির্মান করা হবে।
এদিকে শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে এটা অনেক বড় ধরণের ক্ষতি। আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে-এটা যেমন সত্যি, তেমনি আমার শিল্পসত্ত্বা চরমভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতন ভাবে শিল্প চর্চ্চা করতে পারবো কি না।
তিনি আরও বলেন, এই ঘটনাকে নিয়ে যাতে রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে যাতে প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্থ না হই।
উল্লেখ্য, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিফ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসুবকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য গত মঙ্গলবার মানবেন্দ্র ঘোষ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ওইদিন (মঙ্গলবার) দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদি হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে সদর থানায় মামলা করেন।
ভাস্কর মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শেখ হাসিনার মোটিফ তৈরি করেননি। তিনি একটি বাঘের ভাস্কর্য (মোটিফ) তৈরি করেছিলেন যা আনন্দ শোভাযাত্রায় ছিল।