সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৯ এপ্রিল সোমবার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলেন বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে, সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯) দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল এগারোটার সময় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ২ জন।
পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।