ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক দুমকিতে নারীকে মারধর ও ঘর লুটপাটসহ প্রাণনাশের হুমকি বিপ্লব ও সংহতি দিবস পালনে পবিপ্রবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  টেকসই কৃষির চাবিকাঠি প্রযুক্তি -পবিপ্রবি উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম শিশু আফিয়া কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জরুরি আলোচনা সভা বিএনপির ১১৩ আসনে প্রার্থী বদলে রেকর্ড: শীর্ষ আলোচিত সর্ব মহলে আগৈলঝাড়ায় সুজন সুশাসনের জন্য নাগরিক সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে ৬ বছরেরও উদ্বোধন হয়নি মডেল মসজিদ

ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক, ৪ পাসপোর্ট অফিসে অভিযান

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

মোঃ তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর:-

চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও রাজধানীর উত্তরা পাসপোর্ট অফিসে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোন জব্দ ও দালাল শনাক্ত করে টিমগুলো।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুর ও নোয়াখালী থেকে একযোগে চারটি যৌথ অভিযান পরিচালিত হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম কাছে জানতে চাইলে দৈনিক বাংলাদেশর চিত্র নিউজ কে বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে একযোগে চারটি অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদপুর, ফেনী ও নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং উত্তরা পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টারের কতিপয় অসাধু কর্মচারীর বিরুদ্ধে জরুরি পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন ও পাসপোর্ট নবায়ন করিয়ে দেওয়ার ঘুষ লেনদেন করার অভিযোগ ছিল। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টার, উত্তরা অফিসে পাসপোর্টের তথ্য সংশোধন ও নবায়ন করিয়ে দেওয়ার জন্য পরস্পর যোগসাজশে ঘুষ লেনদেন করার অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে সংগৃহীত তথ্য ও জব্দ করা মোবাইল ফোন অধিকতর বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

অন্যদিকে চাঁদপুর জেলা কার্যালয় হতে একই অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে টিম ছদ্মবেশে কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে। পর্যবেক্ষণকালে অফিসের দুই জন আনসার সদস্য সেবা প্রদানে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক তথ্য পাওয়ায় টিম মোবাইল ফোনটি জব্দ করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র এবং জব্দকৃত মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

একই দিন নোয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচালিত অভিযানকালে টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা এবং উক্ত অফিসের অন্যান্য কর্মচারীদের সঙ্গে গ্রাহক বেশে কথোপকথনের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে।

প্রাথমিক পর্যবেক্ষণে স্থানীয় দালাল এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রধান কার্যালয়ের কতিপয় কর্মচারী কর্তৃক পরস্পর যোগসাজশে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান করা হয় বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে টিম উক্ত অফিসের অফিস প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

অন্যদিকে দুদকের নোয়াখালী অফিসের আর একটি এনফোর্সমেন্ট টিম ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের অভিযান পরিচালিত করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে অধিকতর বিশ্লেষণ করে অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইলের তথ্য বিশ্লেষণ করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক, ৪ পাসপোর্ট অফিসে অভিযান

আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

মোঃ তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর:-

চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও রাজধানীর উত্তরা পাসপোর্ট অফিসে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোন জব্দ ও দালাল শনাক্ত করে টিমগুলো।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুর ও নোয়াখালী থেকে একযোগে চারটি যৌথ অভিযান পরিচালিত হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম কাছে জানতে চাইলে দৈনিক বাংলাদেশর চিত্র নিউজ কে বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে একযোগে চারটি অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁদপুর, ফেনী ও নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং উত্তরা পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টারের কতিপয় অসাধু কর্মচারীর বিরুদ্ধে জরুরি পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন ও পাসপোর্ট নবায়ন করিয়ে দেওয়ার ঘুষ লেনদেন করার অভিযোগ ছিল। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টার, উত্তরা অফিসে পাসপোর্টের তথ্য সংশোধন ও নবায়ন করিয়ে দেওয়ার জন্য পরস্পর যোগসাজশে ঘুষ লেনদেন করার অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে সংগৃহীত তথ্য ও জব্দ করা মোবাইল ফোন অধিকতর বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

অন্যদিকে চাঁদপুর জেলা কার্যালয় হতে একই অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে টিম ছদ্মবেশে কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে। পর্যবেক্ষণকালে অফিসের দুই জন আনসার সদস্য সেবা প্রদানে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক তথ্য পাওয়ায় টিম মোবাইল ফোনটি জব্দ করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র এবং জব্দকৃত মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

একই দিন নোয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচালিত অভিযানকালে টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা এবং উক্ত অফিসের অন্যান্য কর্মচারীদের সঙ্গে গ্রাহক বেশে কথোপকথনের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে।

প্রাথমিক পর্যবেক্ষণে স্থানীয় দালাল এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রধান কার্যালয়ের কতিপয় কর্মচারী কর্তৃক পরস্পর যোগসাজশে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান করা হয় বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে টিম উক্ত অফিসের অফিস প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

অন্যদিকে দুদকের নোয়াখালী অফিসের আর একটি এনফোর্সমেন্ট টিম ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের অভিযান পরিচালিত করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে অধিকতর বিশ্লেষণ করে অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইলের তথ্য বিশ্লেষণ করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।