গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

- আপডেট সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম, স্টাফ রিপোর্টার নীলফামারী:-
নীলফামারী সরকারি কলেজ শাখায় দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর ১ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাকিল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফরোজা আক্তার মিমি।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
➡️ সহ-সভাপতি: তাজরিন ফারহা, মো: মুছা ইসলাম, সিরাজুম মুনিরা
➡️ যুগ্ম সাধারণ সম্পাদক: জিন্না আক্তার
➡️ সাংগঠনিক সম্পাদক: মো: আব্দুর রহিম
➡️ সহ-সাংগঠনিক সম্পাদক: জবা আক্তার
➡️ দপ্তর সম্পাদক: আফিফ জামান আলিফ
➡️ সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান খন্দকার
➡️ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: তাসলিমা আক্তার
➡️ কোষাধ্যক্ষ: জয়ন্ত রায়
➡️ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: ইনানার হোসেন শাওন
➡️ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: মো: হায়মুন রহমান
এছাড়া আরও রয়েছেন:
➡️ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: নিশি আক্তার
➡️ সমাজকল্যাণ সম্পাদক: মো: দুলাল হোসেন
➡️ প্রচার ও প্রকাশনা সম্পাদক: বৃষ্টি রায়
➡️ কার্যকরী সদস্য:
• আজিজা নিহা
• আবদুল্লাহ আল মামুন
• প্রভাতী রায়
• রিমু আক্তার
• সৌরভ রায়
• জুবায়ের আহমেদ
নতুন কমিটির সদস্যরা পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আগামী দিনগুলোতে আরও গতিশীল ও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করা হচ্ছে।