সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত পিকআপ চালক

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল রানা,গাজীপুর প্রতিনিধি:গাজীপুর জেলার শ্রীপুর থানার পুরাতন বাজার এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জনসূত্রে জানা যায়, পিকআপ ভ্যানচালক কাটা রাস্তা ঘোরার সময় হঠাৎ একটি পরিবহন দ্রুতগতিতে এসে পিকআপকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর পরিবহনটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পিকআপ চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে পাঠান। এ সময় হাইওয়ে থানা ইনচার্জ মোঃ রব মিয়া পিকআপ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনার পরপরই ইনচার্জ মোঃ রব মিয়া পালিয়ে যাওয়া পরিবহনটিকে ধরার চেষ্টা করেন। তবে সেটি দ্রুত পাশের সড়ক দিয়ে সরে যায়। ঘটনাটির ভিডিও ফুটেজ স্থানীয়দের কাছে রয়েছে বলে জানা গেছে।