গাইবান্ধায় পায়ের রগ কেটে যুবককে হত্যা আটক ৪

- আপডেট সময় : ০৩:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পায়ের রগ কেটে এমরান আকন্দ (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গত ৪ মে আগ উলিপুর গ্রামের আব্দুল লতিফ আকন্দের ছেলে এমরান আকন্দের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ৪ মে এমরান আকন্দ মহিমাগঞ্জের বাজারের একটি ফার্নিচার দোকানে বসে গল্প করার সময় অভিযুক্ত আসামিরা তার ওপর হামলা করে। এ সময় ধারাল ছুরি দিয়ে তার পায়ের রগ কেটে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর এমরানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামিদের ধরতে মাঠে নামে গাইবান্ধা র্যাব-১৩ এর একটি চৌকস টিম।
বুধবার (৮ মে) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার জালালাবাদ এলাকার আগ উলিপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোতাকাব্বের মিয়া (৩০), ইছাহাক আলীর ছেলে শাকিব মিয়া (২৫), আব্দুস সোবহান আলীর ছেলে শাহাদত হোসেন (২৫) ও সুলতান মিয়া (২৮)।
এ ঘটনায় এমরানের বাবা আব্দুল লতিফ আকন্দ বাদী হয়ে ১১ জনকে আসামিকে করে মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা পলাতক ছিলেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখে মঙ্গলবার (৭ মে) র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযান পরিচালনা করে। এরপর সখিপুর এলাকা থেকে ওই ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে