গাইবান্ধা জেলা পুলিশ অফিসার ফোর্সদের মোবিলাইজেশন কোর্স

- আপডেট সময় : ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম দিক নির্দেশনা গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার/ফোর্সদের শারীরিক ফিটনেস, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা ডিউটি পালনকালে অস্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিতকল্পে মোবিলাইজেশন কোর্স পরিচালিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশ জনমুখী পুলিশি কার্যক্রম পরিচালনা করছে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণকল্পে বাংলাদেশ পুলিশ কাজ করে থাকে। জনগণের জানমাল, সরকারী সম্পত্তি যে কোন ক্ষতির হাত হতে রক্ষা কল্পে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।