সংবাদ শিরোনাম :
গরমেও নারীর গায়ে জ্যাকেট, রহস্যময় জ্যাকেট খুলতেই বের হলো ৫৬টি বোতল ফেনসিডিল
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :-
কিশোরগঞ্জের ভৈরবে জ্যাকেটে করে ফেনসিডিল পাচারের সময় ফেরদৌসী বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ভৈরব আশুগঞ্জ নৌকাঘাট থেকে তাকে আটক করা হয়।
ফেরদৌসী বেগম শহরের ভৈরব পুর উত্তর পাড়া এলাকার প্রদিপ দাসের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদমাধ্যমে ভিত্তিতে আশুগঞ্জ ঘাটে একটি নৌকা ভিড়তেই সন্দেহভাজন নারীকে আটক করে ভৈরব শহর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।পরে মহিলা কনস্টেবল দিয়ে তার দেহ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কায়দায় বাধা একটি জ্যাকেট খুলতেই একে একে বেরিয়ে এলো ৫৬টি বতল ফেনসিডিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।


























