খুলনায় জুলাই বিপ্লব নিয়ে আন্তঃবিদ্যালয় বক্তৃতা প্রতিযোগিতা: তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে — খুবি উপাচার্য

- আপডেট সময় : ১০:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধিঃ
খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই বিপ্লব: গণতন্ত্রের জন্য তরুণদের গর্জন’ শীর্ষক আন্তঃবিদ্যালয় বক্তৃতা প্রতিযোগিতা। ২৭ জুলাই (রবিবার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করে খুলনা জেলা প্রশাসনের জুলাই উদযাপন প্রোগ্রাম কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “বাংলাদেশের তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের কণ্ঠে যখন গণতন্ত্রের দাবি উচ্চারিত হয়, তখন দেশের শাসনব্যবস্থা আরও শক্তিশালী ও দায়িত্বশীল হওয়ার পথে অগ্রসর হয়।” তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন প্রমাণ করেছে—দেশের প্রতি তরুণদের মমত্ববোধ কতটা গভীর। একাত্তরের মতো চব্বিশেও তারাই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এবং খুলনা সিটি মেডিকেল কলেজের ডা. হুমায়রা মুসলিমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী আয়মান আহাদ। সঞ্চালনায় ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতার শুরুতে প্রদর্শিত হয় জুলাই বিপ্লবের ওপর নির্মিত তথ্যচিত্র। এরপর খুলনার দশটি স্কুলের শিক্ষার্থীরা গণতন্ত্র, নাগরিক অধিকার ও তরুণদের রাজনৈতিক সচেতনতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করে।
বক্তৃতা প্রতিযোগিতায় সেন্ট জোসেফস স্কুল প্রথম, খুলনা জিলা স্কুল দ্বিতীয় এবং নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।