খুলনা দিঘলিয়াতে উপঃ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার- প্রচারণার ব্যাপকতা

- আপডেট সময় : ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

পল্লব স্বর্ণকারঃ স্টাফ রিপোটার, খুলনা
আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচন ঘিরে দেশের অন্যান্য উপজেলার মত আনন্দমূখর ভাবে নানা প্রচার- প্রচারণার ঝড় বইছে খুলনা ১৩ – খেদা- দিঘলিয়া উপজেলাতে।
থেমে নেই কোন প্রতিনিধি প্রচার- প্রচনায়।২১ তারিখে নির্বাচন সামনে রেখে সবাই ব্যস্ততম সময় পার করছেন।
তাদের ভেতর স্বতন্ত্রপ্রার্থী বর্তমান শেখ মারুফুল ইসলাম যেন একটু এগিয়ে আছেন। বেশীর ভাগ রাজনৈতিক নেতাদের সাপোর্ট তার পক্ষে দেখা যাচ্ছে।
জনৈতিক নেতাদের ভেতর দেখা গেছে বারাকপুর ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান আলহাজ্ব গাজী সাহাগীর হোসেন পাভেল আনারস মার্কায় বিভিন্ন পথসভায় ভোট চেয়েছেন।

এছাড়া অন্যান্য প্রার্থী যারা লড়ছেন কেউ থেমে নেই প্রচার- প্রচারণায়।সবার নিজেদের ভোট চাওয়া ও নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন সাধারণ ভোটাদের কাছে।এভাবে আনন্দমূখর ভাবে এখনো ভোট রাজনীতি চলে খুলনা তের- খেদা- দিঘলিয়া উপজেলায়। ভোটারও যেন নির্বাচনকে সাদরে গ্রহন করে যোগ দেয় তাদের পছন্দের প্রার্থীর হয়ে বিভিন্ন প্রচার- প্রচারণার কাজে।