সংবাদ শিরোনাম :
খুলনা দিঘলিয়া উপজেলার সতর্কবার্তা

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

মো:রুবেল ইসলাম(খুলনা দিঘলিয়া প্রতিনিধি)
বর্তমানে খুলনার ভৈরব নদীতে অনেক কুমির দেখা মিলছে বিভিন্ন স্থানে এ কারণে রূপসা,সেনেরবাজার, আঠারো বাকি, বড় বাজার,৭ নং ঘাট, তেরোখাদা,ভাটপাড়া, অভয়নগর, তালতলা, নওয়াপাড়া, ভাঙাগেট, ঘোপেরঘাট, নগরঘাট, সেনহাটি বাজার, আফরাঘাট এ সকল এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং নদীতে নামা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এতো কুমির নদীতে আসার কারনও কিভাবে তা আগমন ঘঠছে তা এখনো কনো খবর পাওয়া যায় নাই।