খুলনা এর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও খুলনা জেলা হতে বদলী জনিত বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

পল্লব স্বর্ণকার স্টাফ রিপোর্টার খুলনা:-
আজ ১২ই মে ২০২৪ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা জেলার ডিএসবিতে কর্মরত জনাব তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা এর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও খুলনা জেলা হতে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পুলিশ সুপার, খুলনা। বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং জনাব এস.এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) খুলনা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।