খুবিতে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ফটোশিল্পীদের সৃজনশীল প্রতিবাদ

- আপডেট সময় : ০৬:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (কেইউপিএস) এর উদ্যোগে খুলনা বিভাগের জন্য “আনপ্লাস্টিক বাংলাদেশ ২০২৪” ফটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪শে মে (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর লক্ষ্য প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টাকে তুলে ধরা।
প্রদর্শনীটিতে সভাপতিত্ব করেন খুলনা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মোঃ হেশাম আহমেদ। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মরিয়ম ইস্পাহানি, প্রতিষ্ঠাতা ও সিইও, সোনালী বায়োপ্লাস্টিকস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ ফাহিম হোসেন, প্রতিষ্ঠাতা ও সিইও, গ্রিন লিড।
সারা খুলনা বিভাগের ফটোগ্রাফার দের কাছ থেকে অসংখ্য ছবি সংগ্রহ করা হয়। যেখান থেকে নির্বাচিত সেরা ৩০ টি ছবি প্রদর্শন করা হয়।
বিচারক প্যানেল এবং দর্শকদের ভোট বিবেচনা করে সেরা ৫ ফটোগ্রাফারকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সেরা ৫ ফটোগ্রাফার হলেন, তানজিদ রহমান উদয়, মোঃ সাখাওয়াত হোসেন, অরনী চাকমা, তানভীর ইসলাম এবং আসিফ আহমেদ।
“ফটো প্রদর্শনীটি প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব এবং এটি কিভাবে পরিবেশকে দূষিত করে তা তুলে ধরার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মের জন্য টেকসই ব্যবস্থা গ্রহণ করা এবং পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের বিকল্প ব্যবহার করা অপরিহার্য। আমরা এই চমৎকার উদ্যোগের একটি অংশ হতে পেরে গর্বিত” বলেন, মো: হেশাম আহমেদ, সভাপতি, খুলনা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি।
প্রদর্শনীটি গ্রীনলিড, সোনালি বায়োপ্লাস্টিকস এবং বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।