খাজুরায় স্মার্ট ফোন ফেস্টিভ্যাল ২০২৫ : কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা
- আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি যশোর:
যশোরের খাজুরা বাজারে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো স্মার্ট ফোন ফেস্টিভ্যাল ২০২৫ খাজুরার জনপ্রিয় মোবাইল বিক্রয়কেন্দ্র মোবাইল বাজার-এর উদ্যোগে দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়।
দোকানে সকল ব্রান্ডের স্মার্টফোনে বিশেষ ছাড় এবং ক্রেতাদের জন্য আকর্ষণীয় লটারির আয়োজন থাকায় সকাল থেকেই সেখানে ভিড় জমে।দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় অংশ নেন যশোরের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। তারা বিভিন্ন ধরনের পরিবেশনা, কৌতুক ও লাইভ কন্টেন্টের মাধ্যমে তরুণ-তরুণীসহ আগত ক্রেতাদের মনোরঞ্জন করেন।
বিশেষ উপস্থিতি ছিলেন, বাংলাদেশের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর বি কে লিটন, বাংলাদেশের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর, খাজুরার সন্তান মইনুল ব্রো, যশোরের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর, খাজুরার সন্তান অনিক কুমার, কৌতুক অভিনেতা টুকু, কন্টেন্ট ক্রিয়েটর সবুর হোসেন, খাজুরা বিনোদন টিমসহ আরও অনেকে।
এছাড়া মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় ক্রিকেটারদের মিলনমেলা, যেখানে স্থানীয় খেলোয়াড়রা দর্শকদের সঙ্গে গল্প করেন ও ছবি তোলেন। দিনব্যাপী আয়োজনে খাজুরা বাজার ছিল উৎসবমুখর। মেলা শেষে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী।
আয়োজক এল এম শামীম আহমেদ জানান, ক্রেতা ও দর্শনার্থীদের আনন্দ দিতে তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা করছেন। অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি খাজুরায় এক নতুন ধরনের বিনোদন সংস্কৃতি তৈরি করেছে।


















