খাগড়াছড়ি ২৯৮ আসনে নির্বাচনী হাওয়া

- আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

এম. এ.জলিল,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি; অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়ন ও অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.মাহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকের পর সারাদেশের মতো খাগড়াছড়ি জেলায়ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। বিএনপিসহ সব দলের নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপির নেতাকর্মীরা ওয়াদুদ ভূইয়ার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছে। এনপিসি ব্যস্ত দল গোছাতে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচারণায় মাঠে রয়েছে।সব মিলে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে খাগড়াছড়ি সংসদীয় আসনে।
বিগত প্রায় ১৬ বছর খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীরা ছিল নির্যাতন-নিপীড়নের যাতা কলে। এই দীর্ঘ সময় হামলা,মিথ্যা,গায়েবী মামলায় গণগ্রেফতার ও বাড়ি-ঘর ছাড়া ছিলেন। অধিকাংশ সময় কেটেছে আদালতের বারান্দায়। ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বস্তি ফিরেছে বিএনপির নেতাকর্মীদের।
বিগত প্রায় ১৬ বছরে খাগড়াছড়িতে ৩ থেকে চার শতাধিক মিথ্যা ও গায়েবি মামলায় ৫০ হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ছিল আওয়ামী লীগের হামলা। বিএনপির নেতাকর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারেনি। ব্যবসা করতে পারেনি। চাকুরি পায়নি। কিন্তু আন্দোলন দমাতে পারেনি।
ছাত্র-জনতার জুলাই-আগষ্ট বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.মাহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকে আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণায় সারাদেশের মতো খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সাধারণ মানুষ চায় সন্ত্রাস,চাঁদাবাজি মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। বিশেষ করে নতুন ভোটাররা উদগ্রীব হয়ে আছে ভোট দিতে
এদিকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও জামায়াতে ইসলামী গত ফেব্রুয়ারিতে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এখনো নীরব রয়েছে খাগড়াছড়ি সংসদীয় আসনের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ প্রসীত।তবে তাদের বিরুদ্ধে রয়েছে অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ।
অপর দিকে জুলাই অভ্যুত্থানকে বুকে ধারণ করে গঠিত এনসিপি নতুন বন্দোবস্তের দাবিতে মাঠে প্রচারণা চালাচ্ছে নিবন্ধনবিহীন দল জাতীয় নাগরিক পাটি।
দলীয় প্রার্থী ঘোষণা না হলেও বহু আগ থেকে খাগড়াছড়ি বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য রয়েছে। সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভ্ইূয়ার পক্ষে শহর থেকে শহরতলীতের চলছে দলীয় কর্মযজ্ঞ। চলছে সভা-সমাবেশ,গণসংযোগ। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামই ছিল আমাদের নির্বাচনে প্রস্তুতি!
খাগড়াছড়ির সুশীল সমাজের প্রত্যাশা, আর যেন ফিরে না আসে বিগত দিনের দু:শাসন। শান্তির নীড় হোক খাগড়াছড়ি। এমন প্রত্যাশা তরুণ ভোটার ও নাগরিক সমাজের!