খাগড়াছড়ি আসনের সাবেক এমপিকে জয়ী করতে স্বেচ্ছাসেবক সাংগঠনিক আলোচনা হয়েছে

- আপডেট সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল জলিল,খাগড়াছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ি আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুঁইয়াকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দূর্গম জিয়ানগর এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আমিরুল ইসলাম রকি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহিদ হাসান, সদস্য সচিব মো. ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন রানা, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হাশেম আব্দুল ও ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, ‘বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের ন্যায় এখানকার লোকজনও নানা ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে এবং এখানকার অধিকাংশ লোকজনকে বিএনপি করার কারণে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকেও বঞ্চিত রেখেছে।
সাংগঠনিক সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে ধানের শীষের প্রতিকে পার্বত্য অঞ্চলের অভিসংবাদিত নেতা ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। একইসাথে বিএনপি ক্ষমতায় এলে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়নে নানা মুখী পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি দেন বক্তারা।
সভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।