কোটচাঁদপুরে সাংবাদিকের উপর হামলা

- আপডেট সময় : ০৯:৪২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গত ২৯/০৩/২০২৪ ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানাধীন সাবদারপুর ইউনিয়ন বাজারে মোঃ রাজিব রহমান খান (হিরন) ভোরের বাংলা নিউজ কালীগঞ্জ প্রতিনিধি এস, এম সৈকত হাবীব ও তার বড় মামা মোঃ আব্দুল লতিফ খান, ও বড় মামার ছেলে মোঃ জুয়েল খানের উপর বাঁশ ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা করে। বাঁশের বাড়িতে ভোরের বাংলা নিউজের প্রতিনিধি সৈকতের ডান হাত মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে, তার মামার মাথা ফেটে গিয়েছে এবং বাম পায়ে রডের বাড়িতে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে, এবং মামাত ভায়ের ডান পা রডের বাড়িতে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। তাদেরকে কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রতিনিধির মামা মাথাতে আঘাত প্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সৈকতে সাথে কথা বলে যানাজায়
তার নানা বাড়ি জমি জমা নিয় ঝিনাইদহে তার বড় মামা বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার মামলা করেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে আদালত নির্দেশ প্রদান করলেও মানছেন না রাজিবুর রহমান খান পিতা মৃত আব্দুর রসিদ খান।ভুক্তভোগীর অভিযোগ আদালতের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছেন জবর দখলের চেষ্টা করছে। তারা মামা ভুক্তভোগী আব্দুল লতিফ খান শামসুন্নাহার এর ঔরসে জন্ম গ্রহণ করেন।মায়ের ওয়ারেশ সুত্রে ২৩ নং সাফদারপুর মৌজার ৩১ নং এস,এ খতিয়ানের ৭৪ নং এস এ দাগ, বর্তমানে যার হাল আর এস খতিয়ান নং ৭৪ আর,এস,৯১ নং দাগে ৬১ শতাংশ জমির মালিক হন।এই জমির উপর বসত ঘরবাড়ি গাছপালা সহ বসবাসের আনুষঙ্গিক স্হাপনা থাকা সত্ত্বেও রাজিবুর রহমান ঐ বসতবাড়ির ৬১ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমির উপর জোর পূর্বক নতুন করে স্হাপনা নির্মাণ শুরু করে। আব্দুল লতিফ খানের দীর্ঘদিনের বসত ঘরবাড়িতে অনধিপ্রবেশ করে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বসতবাড়িতে যাতে অনধিপ্রবেশ করতে না পারে এবং অবৈধভাবে স্থাপনা তৈরী করতে না পারে। সেই কারণে মামা ও আমার মা সহ তার পাঁচ বোন ঝিনাইদহ জেলা বিজ্ঞ আদালতে ন্যায় বিচার চেয়ে রাজিবুর রহমান পিতা মৃত আব্দুর রসিদ খান গ্রাম সাফদারপুর উপজেলা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ এর বিরুদ্ধে, কোটচাঁদপুর কোট পিটিশন নং ২৩১/২০২৪ ফৌজদারী কার্যবিধি ১৪৪ আদেশ নং -১ তারিখ ১৯/৩/২০২৪ ধারায় মামলা দায়ের করি।বিজ্ঞ আদালত ৭৩৪নং স্মারকের মাধ্যমে আগামী ৩০/৪/২৪ ইং তারিখের মধ্যে কোটচাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ শৃঙ্খলা ভঙ্গের আশংকা আছে কি না সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ প্রদান করেন। সেই নুটিস রিসিভ কফি আনার জন্য তারা সাবদারপুর পুলিশ ক্যাম্পে যান। সেখান ফেরার পথে হামলার শিকার হন। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানাতে মামলার প্রস্তুুতি প্রক্রিয়া রয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন এর যোগাযোগ করা হলে যানজায় তিনি ছুটিতে আছেন।