কেরুর উদ্যোগে উথলীতে আখ চাষী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের জীবননগর সাবজোনের উদ্যোগে আখ চাষীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উথলী বাজারের সূর্যতোরণ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ রোপন/মাড়াই মৌসুমে আখের চাষ বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন আখ সরবরাহে চাষীদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান টিএস মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন জিএম (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এবং উথলী সূর্যতোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
সভা পরিচালনা করেন কেরুর জীবননগর সাবজোন প্রধান ডিএম মহিদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়, তেলাওয়াত করেন আখ চাষী আব্দুর রশিদ।
উথলী কেন্দ্রের আওতাধীন আখ চাষীরা সভায় উপস্থিত থেকে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের মধ্যে আদর্শ আখ চাষী আব্দুর রশিদ, শামীম হোসেন ও আফজালু রহমান ধীরু আখের ন্যায্যমূল্য বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল বীজ সরবরাহ, একর প্রতি সারের বরাদ্দ বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
অতিথিরা তাদের বক্তব্যে আখ চাষে আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবহার ও ফলন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। সভাপতি রাব্বিক হাসান মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আখ চাষীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।