কুতুবদিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুতুবদিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কুতুবদিয়া সরকারি কলেজ গেইট থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত যুবদল নেতা-কর্মী অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব জাহেদ খান সিকদার, যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন শিবু, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সভাপতি এহসানুল হক রুবেল, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি কাউছার হোসেন রিপন, উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরুল ফারুকসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হবে।



















