কুতুবদিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উদযাপন

- আপডেট সময় : ১১:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ কুতুবদিয়া কক্সবাজার:কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ব পর্যটন দিবস টি সোনার তরী ট্যুরিজম লিমিটেড ও হোটেল সমুদ্র বিলাস কুতুবদিয়ার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে সোনার তরী ট্যুরিজম লিমিটেড এর চেয়ারম্যান আকবর খানের সভাপতিত্বে এবং এনটিভির কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আরমান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া,দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ,কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ হাছান কুতুবী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক এম এ মান্নান,সাংবাদিক নজরুল ইসলামসহ কুতুবদিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এই সময় পর্যটন নিয়ে বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় গুলো তুলে ধরেন এবং অতিশীঘ্রই সরকারি ভাবে কুতুবদিয়াকে পর্যটন এলাকা ঘোষণার দাবি জানান বক্তারা।