কুতুবদিয়া- মঘনামা পারাপারে যাত্রী হয়রানি বন্ধের দাবী জানালেন সাবেক এমপি আলমগীর ফরিদ
- আপডেট সময় : ০৭:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া- মঘনামা ঘাট পারাপারে যাত্রীদের হয়রানি বন্ধের দাবি ও নিরাপত্তা নিশ্চিত ও করতে উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রদক্ষেপ নেওয়ার জন্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শুক্রবার (২৪ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হয়।
আলমগীর ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, লবণ চাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। নির্বাচিত হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কুতুবদিয়া-মঘনামা সরাসরি সংযোগের জন্য সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত কেরেন।
তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজম, বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট এহসান কুতুবী, এনটিভির আবুল কাশেম ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


















