সংবাদ শিরোনাম :  
                            
                            কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
 
																
								
							
                                
                              							  নিজেস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে আলী আকবর ডেইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৈগ্যার পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আবদুল কাদের মিন্টু ওই এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় দায়েরকৃত মামলা নং–০৫, জিআর নং–৯৩, তারিখ ১০/১০/২০২৪ ইং মামলার তদন্তে তিনি সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
 
																			 
										


















