কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৫:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

প্রতিনিধিঃ কুতুবদিয়া, কক্সবাজার:সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুতুবদিয়া শ্রী শ্রী সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দিরের কমিটির সাথে কুতুবদিয়া পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরে কমিটির সকল সদস্যদের উপস্থিতে সভার আয়োজন করা হয়।
এসময় শ্রী শ্রী সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি বাবু মাষ্টার সজল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কুতুবদিয়া পুঁজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু ভুলা নাথ বলেন, কুতুবদিয়ায় ৪৫টি পূজা মণ্ডপে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের এখানে হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না আশাকরি, এখানে সার্বক্ষণিক উপজেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, আনসার, (বিএনপি)নেতাকর্মী, জামায়েত ইসলামী নেতাকর্মীরাসহ সবাই সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, তিনি সবাইকে শারদীয় দুর্গা পুঁজা উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু রনজিত দাশ,সদস্য বাবু মাষ্টার বিমল কান্তি শীল, কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মাষ্টার নিজ্জ্বল শীল, সিনিয়র সহ সভাপতি বাবু মাষ্টার সমীরণ পাল,অর্থ সম্পাদক বাবু তাপস কান্তি।
এসময় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।