কালীগঞ্জে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রথম পুনমিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি;-কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুনী ফাজিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ১ম পুনমিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতরের পরের দিন সকাল ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনবিআর এর উপদেষ্টা ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, দারুন উলুম চৌমুনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের এ পিএস মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শিকড় এর পরিচালক মাওলানা আজিজুর রহমান, ঢাকা তালিমুল মিল্লাত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আফতাব উদ্দিন আহমেদ, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রমূখ অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান ৬০০ জন রেজিস্ট্রেশনকৃত সকলকে পাঞ্জাবি, ব্যাগ ও উপহার প্রদান এবং সম্মানিত অতিথি সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । বিকাল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার কপোতাক্ষ শিল্পগোষ্ঠী ও উত্তাল শিল্পীগোষ্ঠী ও শ্যামনগর বিহঙ্গ টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।