কালীগঞ্জ উপজেলায় পিডিকে ফুটবল মাঠে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ ও গণসমাবেশ

- আপডেট সময় : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
লাগামহীন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সাতক্ষীরা কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘের মাঠে বিক্ষোভ ও গণসমাবেশ করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জের উপজেলার রতনপুরের পিডিকে মিতালী সংঘের মাঠে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, পাশের এলায় বিদ্যুৎ চালু রেখে এই এলাকাকে অন্ধকারে রাখা হচ্ছে। বৈষম্য করা হচ্ছে।
বক্তারা এসব বৈষম্য বন্ধ করে পুরো কদমতলা বাজার সহ আশে পাশের এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। এ সময় বক্তব্য দেন রতনপুর ইউনিয়ন বিএপির প্রাত্তন আহবায় মোঃ রফিকুল ইসলাম বাবু, সমাজ সেবক আহম্মদ কবীর, ডাঃ মনিরুল ইসলাম, প্রাত্তন ইউপি সদস্য আজিবর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, কদমতলা বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা গেছে, গত এক মাস ধরে নূরনগর সাব-জোনাল অফিসের লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা। দিনরাত মিলিয়ে গড়ে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে এই এলাকায় প্রায় ২০ হাজার গ্রাহক ফুঁসে উঠেছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর নূরনগর সাব-জোনাল অফিসের সহ-জুনিয়ার ইন্জিনিয়ার বাবুল আক্তার বলেন, বিআরইবির বৈষম্যর কারনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করছে যার ফলে জনবল সংকটের কারনে বিদ্যুৎ সেবা দিতে বিলম্বিত হচ্ছে। এবং যতটুকু সেবা দিচ্ছি তা হেল্পার ও ডেলি লেবার দিয়ে।