কালিগঞ্জের নলতায় র্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল সহ আটক ৩

- আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি: র্যাবের ঝটিকা অভিযানে মাদক কারবারি কোটিপতি জহুরের বাসভবন ও তার মালিকানাধীন সানি মার্কেটের দোতলার গোডাউনে হানা দিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিল সহ নৈশ প্রহরী, কেয়ারটেকার, ও জাহাঙ্গীর হোসেন সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৬। দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেন্সিডিলের বড় চালান এনে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনা, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে র্যা ব সদস্যরা সোমবার (২৩ জুন ) সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার (সাতক্ষীরা – কালিগঞ্জ) মহাসড়কের নলতার পূর্ব পাশে অবস্থিত কোটিপতি জহুরের মালিকাধীন সানি মার্কেটের দোতলার গোডাউনে আকস্মিক অভিযান পরিচালনা করা হয় বলে জানান। অভিযানের সময় গোডাউনের (দোকানের) তালা ভেঙে ভিতরে বস্তায় রক্ষিত ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সানি মার্কেটের কেয়ারটেকার , জহুরের আপন বেয়াই ভাড়া সিমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র, আব্দুল গাফফার (৬২), নৈশ প্রহরী শীতলপুর গ্রামের রনজিৎ সরকারের পুত্র অমল সরকার (৫৫) এবং ব্রজপাটুলি গ্রামের আনসার আলীর পুত্র , জাহাঙ্গীর আলমকে (৪৫) কে র্যাব সদস্যরা আটক করে নিয়ে যায়। নলতা ইউনিয়নটি ভারতের একেবারে সীমান্ত ঘেঁষা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল এনে তা মজুদ করে ট্রাক , ট্রাক মাদক/ফেন্সিডিলের চালান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এই মাদক পাচারের ঘটনায় মাদক কারবারি কোটিপতি জহুর এবং তার পুত্রদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। বর্তমান তার নিজের মালিকাধীন নলতা সানি মার্কেটে বসবাস করে মার্কেটটিকে মাদক পাচারের গোডাউন এবং জনসমক্ষে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।