কালিগঞ্জে ৮ ইউনিয়নে বিএনপির মনোনয়নপত্র বিতরণ

- আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)-এর ৮টি ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা-০৪ আসনের সাংগঠনিক টিমের সদস্য অলিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিহাবুজ্জামান (সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল, বাবু মীর সদস্য,সাতক্ষীরা পৌর বিএনপি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমান শিমুল, সার্চ কমিটির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ এ সময় দলকে সুসংগঠিত ও গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।