কালিগঞ্জে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

- আপডেট সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:কালিগঞ্জে হারুন অর রশিদ (২০) নামের এক যুবক তার বসতঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আত্মহত্যাকারী ওই যুবক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের মৃত ইছাক আলী গাজীর ছেলে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ওই যুবকর মামা রেজাউল করিম যানান, তার ভাগ্নে দীর্ঘদিন যাবৎ মানসিকরোগে আক্রান্ত ছিল। তাকে দীর্ঘ ৮/৯ মাস যাবৎ ডাঃ আরিফুজ্জামান এর নিকট চিকিৎসা চলোমান ছিলো। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আমার ভাগ্নে বউ জেসমিন খাতুন (১৮) ও ভাগ্নে তার শশুর বাড়িতে অসুস্থ শাশুড়িকে দেখিতে যায়। পরবর্তীতে ১১ টার দিকে আমার ভাগ্নে তার বউকে তার অসুস্থ মায়ের নিকট রেখে বাসায় চলে আসে। অতঃপর দুপুর ১২ টার দিকে আমার বোন হালিমা বেগম বাসার দরজা খুলে দেখে যে, আমার ভাগ্নে বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় কালো রংয়ের ফিতা পেঁচিয়ে ঝুলতেছে। আমার বোনের ডাক-চিৎকার করিলে স্থানীয় লোকজন আসে আমার ভাগ্নেকে নামিয়ে তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তার নিকট নিয়ে গেলে গ্রাম্য ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাসটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।