কাঠালিয়ায় ধানের শীষের পক্ষে সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৭:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বুধবার বিকালে কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আমুয়া বন্দরস্থ আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গোলাম আজম সৈকত বলেন, “দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ আজ পরিবর্তন চায়, দেশবিরোধী অপশক্তিকে রুখতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামে গিয়ে মানুষের মন জয় করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। তাই নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে সংগঠিত থেকে ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব চাষী নান্না খলিফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন কিসলু সিকদার, সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, মো. খাইরুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা কৃষক দল আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. জাকির হোসেন পান্না মুন্সি ও উপজেলা মহিলাদল সভানেত্রী লীনা পারভিন।
সভায় সভাপতিত্ব করেন ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না গোলদার।
সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

























