সংবাদ শিরোনাম :
কাটুনিয়া রাজবাড়ী অরুন চক্রবর্তীর দোকানে চুরি

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,নিজস্ব,প্রতিনিধি:-
কাটুনিয়া রাজবাড়ী অরুন চক্রবর্তীর (কলেজ ক্যান্টিন ) নামের দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ১৬ ই আগষ্ট কলেজ ক্যান্টিন নামের দোকান থেকে সাটারের তালার লগ কেটে চোরেরা প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ীতে যায়। ভোর ৪টার দিকে কলেজ নাইড গার্ড তাকে খবর দেয় দোকানের সাটার খোলা। তাৎক্ষনিক দোকানে এসে দেখে, দোকানে থাকা ২টি মোবাইল, মোবাইল রিচাজ কার্ড, নগদ টাকা নেই। তবে এ রিপোট লেখা পর্যন্ত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।