কবর জিয়ারত ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারের খোঁজখবর নিলেন দুমকি উপজেলা বিএনপি

- আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারের খোঁজখবর নিতে পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপির নেতারা সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিহতদের বাড়িতে যান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার, আঙ্গারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান সাউথ বাংলাকে বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।’
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সকালে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এলাকার ভাড়া বাসায় রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন জলিশা গ্রামের ইমরান মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম (২৬) ও তাঁদের দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গত শনিবার (৬ সেপ্টেম্বর) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।