কঠিন তাপদাহ

- আপডেট সময় : ১২:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

কঠিন তাপদাহ
মোহাম্মদ সোলায়মান সহজ
কঠিন তাপদাহে পুড়ছে মানুষ
পশুপাখি পানিতে নিয়েছে ঠাঁই
কোথায় গিয়ে দাঁড়াবো
আরামের জায়গা যে নেই।
মাটি গরম রাস্তা গরম
আরো গরম গাড়ি বাড়ি,
দিশেহারা হয়ে আমরা
গাছ তলায় দিয়েছি পাড়ি।
পিপাসায় কাতর হয়ে
পানি বরফে বেড়েছে মায়া মহাব্বত
রাস্তার পাশে দাঁড়িয়ে
পান করছি লেবু, আখ, বেলের শরবত।
বৃষ্টিবিহীন ছাতা নিয়ে
চলেছি সবাই হাটে ঘাটে
ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে
প্রখর রোদ্রতে কৃষক জ্বলছে মাঠে
খেটে খাওয়া হত দরিদ্র মানুষের
হয়েছে বেহালদশা
ঘাম গররমিতে একাকার শরীর
হারিয়ে ফেলেছে ভরসা।
রিক্সাওয়ালা পথচারীদের
রাস্তায় চলেছে বসবাস
বয়োবৃদ্ধ শিশুরা সবাই
অতি কষ্টে ফেলছে নিশ্বাস।
বিশ্ব আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ায়
পরিবেশের কঠিন সর্বনাশ
সকল প্রাণীর বেঁচে থাকা হয়েছে দায়
প্রচন্ড গরমে করছে হাঁসফাঁস।
জনজীবন হয়ে উঠেছে বেসামাল
তীব্রতাপদাহে করেছে উৎপাত
রহমতের মেঘ বৃষ্টি চেয়ে
খোদার দরবারে মানুষ তুলেছে মোনাজাত।