এখনই সময় পরিবর্তনের—ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর প্রাণবন্ত মতবিনিময়
- আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী;
ফেনী-২ আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী
ও দলটির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মজিবুর রহমান মঞ্জু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন, রাজনীতি এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কথা বলেন।
গত রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এবি পার্টি ফেনী জেলা শাখার আয়োজন করা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী।
পরিপাটি পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময়ে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা দিক—নির্বাচনের প্রস্তুতি, ভোটের পরিবেশ এবং জনগণের প্রত্যাশা।
মঞ্জু তাঁর বক্তব্যে বলেন,
“নির্বাচন অবশ্যই হবে—এর বিকল্প নেই। দেশের বড় দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে, আমরাও নিয়েছি। কিন্তু নির্বাচন আয়োজনকারী সংস্থাগুলোর প্রস্তুতিতে এখনো ঘাটতি রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব ঘাটতি দ্রুত পূরণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, এবি পার্টি একটি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের ভোটের অধিকার, সুশাসন এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলটি নির্বাচনমুখী কার্যক্রম পরিচালনা করছে।
“দেশের মানুষ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত,”—যোগ করেন মঞ্জু।
সংবাদ সম্মেলনে এবি পার্টির জেলা নেতারা মনে করেন, ফেনীতে পরিবর্তনের রাজনীতি জোরদার করতে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ ও উন্নয়নকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির চেয়ারম্যান। সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।




















