এইতো সেদিন

- আপডেট সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

এইতো সেদিন-
——– সাইফুন নাহার শিউলী
এইতো সেদিন ছিলাম শিশু,এইতো ছিলাম কিশোরী
এইতো সেদিন স্কুল পালাতাম,খেলতাম লুকোচুরি।
এইতো সেদিন উঠোনের কোণে বেগুন গাছের পরে
সদ্যফোটা টুনির ছানা আনতাম চুরি করে।
বোশেখ মাসের ভরদুপুরে কাল বৈশাখী ঝড়ে
আম কুড়াতাম সবাই মিলে কোচর বোঝাই করে।
মাটির পুতুল,শখের হাড়ি,পাতার বাঁশি,মুড়কিমুড়ি কত কীযে নিতাম কিনে বারনী মেলা ঘুরিঘুরি।
ভোলাদের সেই তালপুকুরে এপার ওপার তোলপাড় করে মেতে উঠতাম ডুবসাঁতারে নির্জন কোন দুপুরে।।
এইতো সেদিন কুলের গাছে ছুঁড়তে গিয়ে ঢিল
ফাটিয়ে দিলাম হরির মাথা মাটিতে পড়েনি কিল।
এইতো সেদিন সপ্তম চুকিয়ে অষ্টমে পা পড়ে
স্কুলের পথে পিছু নিয়ে দুষ্টুরা শিষ মারে।
এইতো
সেদিন নাকচাবি,
হাতেকানে ঝুমকো চুড়ি
কিশোরী থেকে টপকে যৌবন এক লাফেতেই বুড়ি।
তারপর সব রঙ ফিকে হল
ভুল হল যত ফুল শিউলি,বকুল রজনীগন্ধা
মেঘেমেঘে বেলা বেড়ে এরই মাঝে সন্ধ্যা।