উল্লাপাড়ায় তালি মুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় কোরআন হাতে দেওয়া ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কাওয়াক সরকারি হাসপাতালের পার্শ্বে সুনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান তালি মুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন হাতে দেওয়া ও পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। বুধবার (২৯ মে) সকাল ৯ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত তালি মুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এই বিশেষ দোয়ার অনুষ্ঠান পরিচালিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক মাওঃ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ ফরিদুল ইসলামের পরিচালনায় কোরআন হাতে দেওয়ার বিশেষ দোয়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল আমিন হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে তিনি অভিভাবক সদস্যদের বলেন আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করবেন এবং সময়মত মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এসময় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আমিরুল ইসলাম, মাওঃ মোঃ সাইফুল ইসলাম ও হাফেজ মাওলানা মোঃ আল আমিন হোসেন। আলোচনা সভার শেষে পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।