উত্তর ধুলিয়ার ইকবাল হোসেন রুবেলের প্রতারণা শিকার হয়ে বহু যুবক নিঃস্ব হয়ে মানবতর জীবন যাপন করছে

- আপডেট সময় : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের যুবক ইকবাল হোসেন রুবেলের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব ভাবে জীবন যাপন করছেন, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের গ্রাম মোধ্যাই এর বাসিন্দা সোহেল ভুইয়া পিতা কামাল উদ্দিন এর ছেলে।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রদানকারী সংস্থা কাছে লিখিত ভাবে অভিযোগ দাখিল করার পরিক্ষিতে
আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রদানকারী সংস্থা ফেনী জেলা শাখার পরিচালক জনাব আবুল কাশেম সাহেব এর নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রদানকারী সংস্থার মোহাম্মদ হানিফ ফেনী সদর উপজেলা কো অর্ডিনেটর ইনভেস্টিগেশন ব্রাঞ্চ ফেনী জেলা শাখা ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উক্ত অভিযোগ নিয়ে ধলিয়া ইউনিয়নের গ্রাম উত্তর ধলিয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা ইকবাল হোসেন রুবেল পিতা আমির হোসেন মেম্বার এর বাড়িতে সরে জমিনে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে জানতে পারেন, ইকবাল হোসেন রুবেল, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মোধ্যায় বাসিন্দা সোহেল ভুইয়া পিতা কামাল উদ্দিন এর ছেলের কাছ থেকে ১১,৭০,০০০ ( এগারো লক্ষ সত্তর হাজার টাকা ব্যংক চেক, ইকবাল হোসেন রুবেল ব্যংক একাউন্টের মাধ্যমে এ টাকা দিয়েছেন।
এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করে জানা যায় ইকবাল হোসেন রুবেল এভাবে ইউরোপ নিবে বলে বেশ কিছু যুবকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছে।
সরেজমিনে অনুসন্ধান করে বাহির হয়ে আসে ইকবাল হোসেন রুবেল পিতা আমির হোসেন। উত্তর ধলিয়া বিভিন্ন লোক থেকে ইউরোপের বেলারোস নিবে বলে টাকা আদায় করে গা-ডাকা দিয়েছে।
সোহেল ভূইয়া পিতা কামাল উদ্দিন বাদী হয়ে ফেনী কোর্টে ইকবাল হোসেন রুবেল ও তার পরিবারের সদ্যদের নামে আসামি করে ১৪/ ৫/ ২৫ ইং তারিখে একটি মামলা দায়ের করেন যাহা মামলা নং নাম্বার ১৮৩০ / ২৫
রুবেল এর পিতা আমির হোসেন মেম্বারের সাথে আলাপ কালে প্রথমে টাকার ব্যাপারে সে কিছুই জানে না। পরবর্তীতে বলেন তার ছেলে কুষ্টিয়ার একজন থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন লোক মুখে শুনেছি।
দৈনিক বাংলাদেশের চিত্র এর প্রতিনিধির এক প্রশ্নের জবাবে বলেন তার ছেলে এক মাস আগে ইউরোপের যে, কোন দেশে চলে গিয়েছে এটুকু সে শুনেছে,এর বেশি কিছু সে জানেনা। স্থানীয় বাগেরহাট বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী বলেছেন ইকবাল হোসেন রুবেল একজন প্রতারক।
তারা জানান ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা সোহেল ভুইয়া পিতা কামাল উদ্দিন এর ছেলে, বেশ কয়েক বার তার টাকার জন্য এখানে এসেছে এবং ইকবাল হোসেন রুবেলের পিতা আমির হোসেন বলেছেন তার ছেলে যদি টাকা না দেয় তা হলে সে জমি বিক্রি করে দিয়ে দিবে,কিন্ত আমির হোসেন পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করায় সোহেল ভূইয়া পিতা কামাল উদ্দিন বাদী হয়ে ফেনী কোর্টে ইকবাল হোসেন রুবেলের পরিবারে সদস্যদের কে সহ আসামি করে ১৪/ ৫/ ২৫ ইং তারিখে একটি মামলা করেন যাহা মামলা নং নাম্বার ১৮৩০ / ২৫ ইং