উত্তর চাই
- আপডেট সময় : ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

উত্তর চাই
—কবি সাইফুন্নাহার শিউলি
তাহাকে ঘিরে কত যে প্রশ্ন জমেছে মনের ভেতর
জানতে ভীষণ ইচ্ছে করে,
দেবে কী সে উত্তর?
প্রথমতঃ কেন এতো মনে পড়ে?
শত ব্যস্ততায় হাজার কাজের ভীড়ে
শুধু তারেই কেন এতোকরে মনে পড়ে?
দ্বিতীয়ত:গুরুত্বপূর্ণ কত কথা,কত কাজ
অজান্তেই ভুল হয়,ভুলে যাই,
কিন্তু ভুলেও কেন তাকে ভুলিনা
কেন তারে ভোলা যায়না?
তৃতীয়ত: যত্নে রাখার পরও
কত কিছু হারায় শখের,কিংবা পছন্দের
কিন্তু মনের দেয়ালে টাঙিয়ে রাখা মায়াভরা তার মুখোচ্ছবি কেন হারায়না?
চতুর্থত:কত মানুষ,কত কোলাহল ছোট্ট শহর জুড়ে,
একটা সে, না যদি থাকে
এতো নির্জন, এতো ফাঁকা কেন লাগে?
পঞ্চমত:প্রতিদিন ঘরে কিংবা বাইরে,
কতজনের সাথে কত কথা হয়,কাজে অকাজে
কিন্তু, একদিন তার সাথে কথা না হলে
বুকের ভেতর শূণ্য শূণ্য কেন লাগে?
কেন এমন দম বন্ধ হয়ে আসে?
আরও অনেক প্রশ্ন আছে
আপাতত থেমে যাই
তাহার কাছে এসব প্রশ্নের উত্তর যেনো পাই।
তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,
৫ নভেম্বর শুক্রবার ২০২৫ ইং


























