উঁকি দিচ্ছে ধানের শীষ স্বপ্ন দেখছেন হরিপুরের আমন চাষীরা

- আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃ কৃষকের সোনালী স্বপ্ন অগ্ৰীম আমন ধান। হরিপুরে কৃষকের অর্জিত আমন ধান ক্ষেতে উঁকি দিচ্ছে ধানের শীষ। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। এবার ভালো ফলন ও ভালো দামের আশা করছেন কৃষকেরা। হাইব্রিড ও উফসী জাতের ধান কম খরচে অল্প সময়ের মধ্যে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়া যায়।ধান কাটার পর ওই জমিতে আলু, গম, ভুট্টার আবাদ করা যায়।
কৃষক আবুল হোসেন বলেন, আমি ৪ বিঘা জমিতে বিনা-১৭ ও ব্রি-৭৫ জাতের ধান আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকায় ধান ক্ষেত বেশ ভাল হয়েছে। ক্ষেতে ধানে শীষ উঁকি দিচ্ছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ভালো ফলন হতে পারে। ধান কাটার পরে ওই জমিতে আলু বা ভুট্টার আবাদ করবো।
হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন বলেন, এ বছর আমনের আবাদ হয়েছে ১৬ হাজার ৪৩৫ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর আবাদ বেশি হয়েছে। এর মধ্যে ৬টি জাতের ২ হাজার ১শ’ হেক্টর হাইব্রিড ও ১৮টি জাতের ১৪ হাজার ৩৩৫ হেক্টর উফসী রোপা আমনের আবাদ হয়েছে। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে গিয়ে এসব কৃষককে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর আবাদ হয়েছিল ১৬ হাজার ৪৩০ হেক্টর। এ বছর আবহাওয়া অনুকূূলে থাকায় তা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৬ হাজার ৪৩৫ হেক্টর।